রাঙামাটিতে বিকাশ ও প্রথম আলোর উদ্যোগে ২৫টি প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার বই বিতরণ করা হয়। আজ সকালে রাঙামাটির প্রথম আলোর কার্যালয়ে
রাঙামাটিতে বিকাশ ও প্রথম আলোর উদ্যোগে ২৫টি প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার বই বিতরণ করা হয়। আজ সকালে রাঙামাটির প্রথম আলোর কার্যালয়ে

রাঙামাটির ২৫টি প্রতিষ্ঠান পেল ৫ হাজার বই

রাঙামাটিতে ২৫টি প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার বই বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ও বিকাশের উদ্যোগে এসব বই বিতরণ করা হয়। গতকাল সকালে রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুরের রাজা মার্কেটে রাঙামাটি প্রথম আলো কার্যালয়ে বন্ধুসভার পরিচালনায় এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমা, রাঙামাটি মোনঘর উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক গৌরিকা চাকমা ও সাংস্কৃতিক কর্মী মো. রেজাউল রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি বন্ধুসভার সভাপতি রুনি চাকমা। বিকাশ এ বছর সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।

অনুষ্ঠানে এমএন লারমা স্মৃতি পাঠাগার, বাঁশি মোহন জ্ঞানেন্দ্র বরেন্দ্র স্মৃতি পাঠাগার, উদোঘর বই ও তাল পাঠাগার, শিবলী স্মৃতি পাঠাগার, কবি কাজী নজরুল ইসলাম সাধারণ পাঠাগার, মনতোষ স্মৃতি পাঠাগার, নাটঘর একাডেমি পাঠাগার, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল, চন্দ্র বংশ শিশুসদন, শংকর মিশন আশ্রম, আসামবস্তি শিব মন্দির প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়, পাকুয়া খালী প্রাক্‌–প্রাথমিক বিদ্যালয়, যুব স্মৃতি পাঠাগারসহ অন্তত ২৫টি প্রতিষ্ঠানের হাতে বই তুলে দেওয়া হয়।