চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যাওয়া নৌকা থেকে পানিতে পড়ে যান দুজন। তাঁদের একজন উঠে আসতে পারলেও অন্যজন নিখোঁজ রয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কালুরঘাট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তি হচ্ছেন আশরাফ উদ্দিন। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। তিনি চট্টগ্রাম নগর থেকে বোয়ালখালী উপজেলায় যাচ্ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
সংস্কারকাজের জন্য কালুরঘাট সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে সেতুর পাশে ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নৌকা দিয়ে পার হন স্থানীয় বাসিন্দারা। আজ সন্ধ্যায় নদীতে প্রবল স্রোতে নৌকা সেতুর পশ্চিম পাশে থেমে থাকা ফেরির সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা দুই যাত্রী নদীতে পড়ে যান। একজন স্থানীয় লোকজনের সহায়তায় উঠে আসতে পারলেও আশরাফ উদ্দিন তলিয়ে যান।
চট্টগ্রাম নগরের কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ বাহার উদ্দিন প্রথম আলোকে বলেন, ফেরির সঙ্গে নৌকার ধাক্কায় তলিয়ে যাওয়া আশরাফ উদ্দিনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।