চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত আরেক তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা পিএইচপি গেট এলাকায় পুরান ঢাকার টাঙ্ক রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম হোসাইন বিন আরিফ (২৫)। তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টার জালাল মৌলভি বাড়ির মৃত জিয়াবুল হোসেনের ছেলে। আহত মো. ইমন একই ইউনিয়নের ঘাটগড় লেদু কোম্পানির পুরাতন বাড়ির মৃত নুরুল আলমের ছেলে। দুজনে তাঁদের এক বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ইমন ও হোসাইন বিন আরিফ মোটরসাইকেলে করে অপর বন্ধুর বোনের গায়ে হলুদের দাওয়াতে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি কুমিরা পিএইচপি গেটসংলগ্ন ইউনিভার্সেল রিফাইনারি প্রাইভেট লিমিটেডের গেট এলাকায় এলে একটি কাভার্ড ভ্যান রাস্তার ওপর পার্কিং করার সময় পেছন থেকে দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হোসাইন বিন আরিফ (২৫) মারা যান। পুলিশ কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে।
কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী জানিয়েছেন, হোসাইন বিন আরিফ কুমিরা বাজার এলাকায় একটি পোশাকের দোকানে চাকরি করতেন।