পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

নৌকা ডুবে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মায়ের লাশ উদ্ধার, খোঁজ মেলেনি শিশু ছেলের

গাজীপুরের কালিয়াকৈরে বিলের পানিতে নৌকা ডুবে মা ও তাঁর শিশু ছেলে নিখোঁজের ১৭ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাউমান টালাবহ এলাকার কৈডাঙ্গা বিল থেকে সাদিয়া আক্তারের (৪৫) লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর দুই বছর বয়সী ছেলে মো. আবদুল্লাহর খোঁজ মেলেনি।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার কৈডাঙ্গা বিলে নৌকা নিয়ে বেড়াতে যান একই পরিবারের পাঁচজন। পরে স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এতে সাদিয়া ও তাঁর ছেলে আবদুল্লাহ নিখোঁজ হন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তক্তারচালা গ্রাম থেকে ১০–১২ দিন আগে বাবার বাড়ি ভাউমান টালাবহ গ্রামের বেড়াতে আসেন সাদিয়া। গতকাল বিকেল পাঁচটার দিকে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে নৌকায় করে স্থানীয় কৈডাঙ্গা বিলে বেড়াতে যান। একপর্যায়ে সন্ধ্যায় ছয়টার দিকে ওই বিলের একটি কালভার্টের নিচ দিয়ে যাওয়ার সময় স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সাদিয়ার দাদা ফরমান উদ্দিন ও তাঁর স্ত্রী-মেয়ে সাঁতরে তীরে উঠতে পারলেও সাদিয়া ও আবদুল্লাহ নিখোঁজ হন।

এ ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে অনেক খুঁজেও তাঁদের না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ওই বিলে গিয়ে মা-ছেলেকে উদ্ধারের চেষ্টা করেও তাঁদের খোঁজ পায়নি। আজ সকালে টঙ্গী থেকে একটি ডুবুরিদল ওই বিলে খোঁজাখুঁজি করে সাদিয়ার লাশ উদ্ধার করেছে।

এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, নিখোঁজ মায়ের লাশ ডুবুরিদল উদ্ধার করেছে। তবে এখনো ছেলে আবদুল্লাহ নিখোঁজ আছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।