ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার ভরাডোবা এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অটোরিকশাটির চালক আবদুল হালিম (৪০) ও অটোরিকশার অজ্ঞাতনামা এক যাত্রী। নিহত আবদুল হালিম ত্রিশাল উপজেলার বইলর এলাকার আমির উদ্দিন মণ্ডলের ছেলে।
ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ জানায়, ভালুকার ভরাডোবা এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ঢাকামুখী লেনে সংস্কারকাজ চলছে। সে কারণে ঢাকামুখী লেনের গাড়িগুলো ময়মনসিংহমুখী লেন হয়ে আবার ঢাকামুখী লেনে প্রবেশ করতে হয়। সিএনজিচালিত অটোরিকশাটি ঢাকাগামী ছিল। এক লেন থেকে অন্য লেনে যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে অটোরিকশার ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেছে। নিহত অটোরিকশাচালকের পরিচয় শনাক্ত করা গেলেও যাত্রীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। যাত্রীর পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হবে।