গাজীপুরের কালিয়াকৈরে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের এক এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে সফিপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সফিপুর বাজারের ব্যবসায়ীরা জানান, সফিপুর বাজারের গরুর হাটের পাশে সাইফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। দোকান থেকে বের হওয়ার পরই হঠাৎ পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত তাঁকে পেছন দিক থেকে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করা হয়। পরে এক পর্যায়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। এ সময় সাইফুলের চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসেন। এ সময় দুটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সাজিদের পরিবারের দাবি, সাইফুলের ব্যাগে ১০ লাখ টাকা ছিল।