ঝিনাইদহ সদর

ভাইস চেয়ারম্যানের ফলাফলের গেজেট স্থগিত রেখে পুনরায় ভোট গণনার দাবি

ঝিনাইদহ জেলার মানচিত্র
ঝিনাইদহ জেলার মানচিত্র

ঝিনাইদহ সদরে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীর তালা মার্কা প্রতীকের ফলাফল ও গেজেট স্থগিত রেখে আবার ভোট গণনার দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রাথী আবদুল্লাহ ইবনে আব্বাস। আজ শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের মিলনাতয়নে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ ইবনে আব্বাস ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কমিশনার জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, ইউপি সদস্য বদরুল হাসান, আওয়ামী লীগের নেতা শেখ সেলিম প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ ইবনে আব্বাস অভিযোগ করে বলেন, ৮ মে প্রথম ধাপে সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হয়। এর মধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু এই পদে জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা বেসরকারিভাবে যে ফলাফল প্রকাশ করেছেন, তা ত্রুটিপূর্ণ ও গরমিল ছিল। নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনিয়ম–দুর্নীতি ও পক্ষপাতিত্ব করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনামুল হককে বিজয়ী ঘোষণা করেন। এমনকি নির্বাচন কর্মকর্তারা যে তিনটি রেজাল্ট শিট তৈরি করেন, তাতেও ফলাফলের অসংগতি রয়েছে। এমন অনিয়মে নির্বাচনী–সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী আবদুল্লাহ ইবনে আব্বাস।

সংবাদ সম্মেলনের আগে প্রার্থীর সমর্থকেরা প্রেসক্লাবের সামনে অবৈধ ফলাফল বাতিল ও গেজেট স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ফলাফল ঘোষণাতে কোনো ত্রুটি নেই। ভোট গণণার সময় এক্সেল ফাইলে ত্রুটির কারণে বাতিলকৃত ভোটের সংখ্যা কম লেখা হয়েছিল। পরে বাতিলকৃত ভোটের সংখ্যা ঠিক করে বেসরকারি ফলাফলের শিট প্রকাশ করা হয়।