নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করেছে। গতকাল সোমবার রাত একটার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত একটার দিকে দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রশিদ চৌধুরীর জয়ন্তীপুরের বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে গিয়ে একটি ঘরের জানালায় গুলি ছোড়ে। স্থানীয় একজন নৈশপ্রহরী এগিয়ে এলে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা আবদুর রশিদ চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় আজ বেলা একটা পর্যন্ত থানায় মামলা হয়নি।
স্থানীয় নৈশপ্রহরী রুব্বাস আলী বলেন, ছয়জন লোক মোটরসাইকেলে করে সেখানে এসে গুলি ছুড়তে থাকেন। তিনি এগিয়ে এলে তাঁরা মালঞ্চির দিকে চলে যান। পরে পুলিশ এসে গুলি ও গুলির খোসা উদ্ধার করে। গুলিতে ওই বাড়ির একটি জানালার থাই গ্লাস ফেটে গেছে। জানালার গ্রিল বাঁকা হয়ে গেছে।
আবদুর রশিদ চৌধুরী বলেন, এলোপাতাড়ি গুলির শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। সৌভাগ্যক্রমে কারও শরীরে গুলি লাগেনি। তবে ঘরের জানালা ও দেয়ালের ক্ষতি হয়েছে। কারা কেন এ ঘটনা ঘটাল, তা তিনি বুঝে উঠতে পারছেন না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি অবিলম্বে দুর্বৃত্তদের শনাক্ত করে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, রাতে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখান থেকে গুলি ও গুলির খোসা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তবে পুলিশ নিজে থেকে ঘটনার তদন্ত শুরু করেছে।