চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে ১৪টি সোনার বার, একটি প্রাইভেট কার ও ছয়টি মুঠোফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাসাদহ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের এবাদুল মোল্লা (২৬), মো. মাহাবুর হাসান (২৭), রিয়াজ কাজী (২১) ও নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়ানি গ্রামের সোহেল রানা (৩৫)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের প্রাইভেট কারকে হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধক পার হওয়ার বিজিবির টহল দল থামায়। এ সময় প্রাইভেট কারের ভেতরে থাকা এবাদুল মোল্লা, মো. মাহাবুর, রিয়াজ কাজী ও শেখ সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রিয়াজ কাজীর দেওয়া তথ্যমতে, প্রাইভেট কারের আসনের নিচ থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ২৪৫ গ্রাম। পরে জব্দ করা হয় ছয়টি মুঠোফোন ও প্রাইভেট কারটি। জব্দ করা সোনার বার, ছয়টি মুঠোফোন ও প্রাইভেট কার—সব মিলিয়ে এসবের বাজারমূল্য প্রায় ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৫১ টাকা।
মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা বলেন, সোনার বারগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন করা হচ্ছিল। এ ঘটনায় জীবননগর থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা বলেন, গ্রেপ্তার চারজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাঁদের আদালতে পাঠানো হবে।