ফরিদপুরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে দ্বীন ইসলাম (২৫) নামের এক তরুণকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার ১১ বছর পর আজ বুধবার বেলা দেড়টার দিকে শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় দ্বীন ইসলাম আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী উপজেলায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই সময় দ্বীন ইসলামের বয়স ছিল ১৪ বছর। পরদিন ২৭ সেপ্টেম্বর শিশুটির মা দ্বীন ইসলামকে একমাত্র আসামি করে বোয়ালমারী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই বছরের ৩০ নভেম্বর বোয়ালমারী থানার উপপরিদর্শক বিপুল দে আদালতে অভিযোগপত্র জমা দেন।
শিশু আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল বলেন, ঘটনার সময় দ্বীন ইসলাম অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আইনে বিচার করে আদালত এ সাজা দেন।