রাজশাহীর তানোর উপজেলার রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালানো হয়। আজ সকালে তোলা
রাজশাহীর তানোর উপজেলার রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালানো হয়। আজ সকালে তোলা

এবার হামলায় অটোরিকশার চালকেরা আহত, অবশেষে রাজশাহী থেকে বাস ছেড়েছে

রাজশাহীর তানোরে বাসশ্রমিকদের মারধরের জেরে সিএনজিচালিত অটোরিকশায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার কয়েকজন চালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল সোমবার তানোরে অন্তত পাঁচ বাসশ্রমিককে মারধর করার অভিযোগ ওঠে অটোরিকশাচালকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল দুপুর থেকে আজ বিকেল পর্যন্ত রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। ফলে দুর্ভোগে পড়েন সংশ্লিষ্ট যাত্রীরা। বিষয়টির সুরাহার জন্য রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) নুর আলম সিদ্দিকীর সঙ্গে আজ দুপুরে সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের দুই পক্ষই পরস্পরের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর বিকেল সোয়া চারটার দিকে বাস চলাচল স্বাভাবিক করার বিষয়ে মাইকিং করা হয়। এক দিন পর রাজশাহী থেকে বিভিন্ন রুটের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বিকেল সোয়া চারটার দিকে বাস চলাচল শুরু হয়েছে বলে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় মাইকিং করা হয়। জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের দুই পক্ষই পরস্পরের দাবি মেনে নেয়। ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পর থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে।

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা

রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আজ সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ৩০–৩৫ বাসশ্রমিক লোহার রড ও হাঁসুয়া নিয়ে সিএনজি স্ট্যান্ডে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। তিনি দাবি করেন, এতে ৮০টি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন ৩০ থেকে ৩৫ জন।

তবে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, তাঁরা ৩৫টি অটোরিকশা ভাঙা পেয়েছেন। অটোরিকশার মালিকেরা ৭০ থেকে ৮০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন। তাঁরা এখনো মামলা করেননি।

অভিযোগের বিষয়ে জানতে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।