শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা তুলতে পুলিশের বাধা ও আটকের চেষ্টা চালানোর অভিযোগে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা। পরে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনা শেষে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার ও চণ্ডীপুল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অবরোধ করেন শ্রমিকেরা।
স্থানীয় ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পরিবহন শ্রমিক কল্যাণ ফান্ডের নামে কয়েকজন টাকা ওঠাচ্ছিলেন। তখন পুলিশের একটি টহল দল তাঁদের টাকা ওঠাতে বাধা দেয় এবং টাকা উত্তোলনকারীদের আটকের চেষ্টা করে। এ ঘটনায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে নেতাদের জানালে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা তেলিবাজার ও চণ্ডীপুল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সন্ধ্যা সাতটার দিকে শ্রমিকনেতাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়।
জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ২০২১ সাল থেকে পরিবহনশ্রমিকেদের চিকিৎসা ও বিভিন্ন ভাতা বাবদ ৩০ টাকা করে তোলা হয়। এ নিয়ে হঠাৎ ধরপাকড়ের চেষ্টা করায় শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, কল্যাণ ফান্ডের নামে শ্রমিকেরা যত্রতত্র টাকা তুলছিলেন। পুলিশ সদস্যরা বাধা দিলে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। পরে বিষয়টির সমাধান করে যান চলাচল স্বাভাবিক করা হয়।