চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। অপর দিকে বাড়ির সামনে হাতি দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক ও বৈরাগ এলাকায় এ ঘটে।
হাতির আক্রমণে নিহত কৃষক হলেন, বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের শাহ বাড়ির মো. দুলাল (৫০)। দুলালের নিজ জেলা নোয়াখালী হলেও ছোটবেলা থেকেই তিনি আনোয়ারার গুয়াপঞ্চক গ্রামে বসবাস করে আসছিলেন এবং স্থায়ী হয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে একপাল হাতি দেয়াং পাহাড় থেকে গুয়াপঞ্চক এলাকায় নেমে আসে। ওই সময় দুলাল সামনে পড়ে গেলে তাঁকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে হাতি। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে ওই হাতির পাল সেখান থেকে বের হয়ে রাত ১টার সময় একই ইউনিয়নের খোশাল তালুকদার বাড়ি এলাকায় যায়। ওই সময় ঘরের সামনে হাতি দেখে জ্ঞান হারিয়ে মারা যান মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার (৩৫)।
মারা যাওয়া রেহেনা আক্তারের দেবর মোহাম্মদ হোসেন বলেন, রাতে ভাবি বাড়িতে আসা অতিথিদের বিদায় দিতে বের হয়েছিলেন। ওই সময় ঘরে ঢোকার আগমুহূর্তে হাতি দেখে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে নিহত ব্যক্তিকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।