পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ি ও জুম্ম জনগণের অস্তিত্ব আরও সংকটে পড়বে। এখন যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, আগামীতে কথা বলার কোনো পরিবেশ থাকবে না।’
আজ বুধবার দুপুরে রাঙামাটিতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙামাটি শহরের নিউমার্কেটের আশিকা হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রতিষ্ঠানসমূহে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা বিষয়ে কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনপিএস ও প্রগ্রেসিভ।
সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিশেষ যে শাসনব্যবস্থা, চুক্তির মাধ্যমে সেটি স্বীকার করা হয়েছে। এ চুক্তির মধ্য দিয়ে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (গ্রামপ্রধান) অধিকারের কথা স্বীকার করা হয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে হেডম্যান-কার্বারিরা আরও সক্ষম হবে। কিন্তু পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া একেবারে বন্ধ হয়ে আছে। এ বিষয়ে হেডম্যান-কার্বারিদের সোচ্চার হতে হবে।
সন্তু লারমা আরও বলেন, চুক্তি বাস্তবায়নের মধ্যে হেডম্যান-কার্বারিদের অধিকার নিহিত রয়েছে। কিন্তু পার্বত্য চুক্তি নিয়ে কার্বারি-হেডম্যানদের যতটুকু সচেতন হওয়া দরকার, সে সচেতনতা তাঁদের নেই।
কর্মশালায় সভাপতিত্ব করেন চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়। এ ছাড়া বক্তব্য দেন শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, আইনজীবী সুস্মিতা চাকমা, প্রগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচিরতা চাকমা, বিএনপিএসের প্রোগ্রাম ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার প্রমুখ।