ফেনীর দাগনভূঞা উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঁঞা সেতুর পাশে সালামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শাহিন (৩৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. শাহিন আজ সকাল আটটার দিকে ফেনী থেকে মোটরসাইকেলে করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে যাচ্ছিলেন। পথে মহাসড়কের সালামনগর গাইনবাড়ী মসজিদ এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে গিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন শাহিন। স্থানীয় লোকজনের সহযোগিতার ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের শেষে স্বজনেরা এলে লাশ হস্তান্তর করা হবে। তিনি জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।