ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

ঝিনাইদহ জেলার মানচিত্র
ঝিনাইদহ জেলার মানচিত্র

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফুটবল খেলার খেলোয়াড় বদল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবু হানিফ (৩০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আবু হানিফ আলামপুর গ্রামের ৪ নম্বর কলোনিপাড়ার রফিকুল ইসলামের ছেলে ও উপজেলার আজমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। সংঘর্ষে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে মতিয়ার রহমান, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও আতিয়ার রহমানকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, নিহত আবু হানিফ আজমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। ফুটবল খেলার সময় মারামারিতে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের কলোনিপাড়ার মাঠে কৃষক একাদশ ও ব্যবসায়ী একাদশ দলের মধ্যে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলার মধ্য বিরতিতে কৃষক একাদশ খেলোয়াড় বদল করতে চাইলে এতে বাধা দেয় ব্যবসায়ী একাদশ। এ নিয়ে উভয় দল ও সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটির এক পর্যায়ে পাশের দোকানে থাকা ক্রিকেট খেলার স্টাম্প ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় খেলা দেখতে আসা আবু হানিফসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রমিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, আবু হানিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় লাঠির আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, লাঠির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আহত অন্য ব্যক্তিদের অবস্থা স্থিতিশীল। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।