রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ি নামে পরিচিত পর্যটকবাহী একটি ফোর হুইল জিপ উল্টে সড়কের ৩০ ফুট নিচে পড়ে গেছে। এতে আহত হয়েছেন গাড়িতে থাকা ১০ পর্যটক। পরে তাঁদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে সাজেকের হাউসপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কনক সরকার বলেন, পর্যটকেরা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন ওই পর্যটকেরা।
এ সময় হঠাৎ তাঁদের গাড়ি উল্টে সড়কের পাশে পাহাড়ের খাদে পড়ে যায়। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে মো. জাকির হোসেন, মো. আরফান, মো. সবুজ সাইফুল ও মো. উজ্জ্বলের অবস্থা গুরুতর। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিপল বাপ্পি চাকমা বলেন, আহত ১০ পর্যটককে কিছুক্ষণ আগে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। অন্যরা চিকিৎসাধীন।