গাজীপুরে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চলমান কাজের শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আজ শনিবার দুপুরে গাজীপুর নগরের ভোগড়া বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুজন শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটি প্রকল্পের আওতায় ভোগড়া বাইপাস মোড় এলাকায় উড়ালসড়ক নির্মাণকাজ চলছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওপরে কাজ করা নির্মাণশ্রমিকেরা নিচে আবর্জনা ফেলেন। এসব আবর্জনা নিচে থাকা শ্রমিকদের শরীরে পড়ে। এতে ওপর ও নিচের শ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওপরের শ্রমিকেরা নিচে নেমে এলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এলোপাতাড়ি কিলঘুষিতে বেশ কয়েকজন আহত হন। তবে আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বেশ কিছু সময় কাজ বন্ধ ছিল। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, নির্মাণকাজ চলাকালে ওপর থেকে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কিলঘুষিতে কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছেন। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।