চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাস দুটি খাদে পড়ে যায়। এতে ২ জন যাত্রী নিহত; নারী-পুরুষ, শিশুসহ অন্তত ১৩ যাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন আবদুল হামিদ (৩২) ও শাহীদা (২৮)। তবে তাঁদের পুরো ঠিকানা পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারমুখী নবির ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস দুটি খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। পটিয়া ফায়ার সার্ভিসের দল খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ৭ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাকি ৮ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় আনিস নামের এক মাইক্রোবাসচালক আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাহীদা ও আবদুল হামিদ নামের দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে আশিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকা মনি (৩) ও আবুল কালাম (৫২) এই কজনকে তিনটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, মনসা এলাকায় বাস দুর্ঘটনার ঘটনায় সকাল ১০টার দিকে প্রথমে পাঁচজন, পরে আরও দুজনসহ সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে রহিম উল্লাহ (১৮) নামের বাঁশখালী উপজেলার এক বাসিন্দাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।