বাড়ির প্রতিটি কক্ষে এয়ার কুলার (এসি), বাণিজ্যিকভাবে বাড়িতে চার্জ দেওয়া হয় ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক)। ব্যবসাপ্রতিষ্ঠানেও ছিল সংযোগ। তবে বিদ্যুতের জন্য তাঁকে কোনো বিল পরিশোধ করতে হতো না। কারণ, চোরাইভাবে সংযোগ নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়ে ৩০ হাজার টাকা জরিমানা গুনেছেন তিনি।
তিনি রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হক। তিনি আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের ছোট ভাই। আজ সোমবার বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
তবে ইউপি চেয়ারম্যান রেজাউল হক মুঠোফোনে বলেন, কেউ তাঁর সম্মানহানির জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে সংবাদ দিয়ে অভিযান চালিয়েছেন। নিজের বাড়িতে অটোরিকশার চার্জারের ব্যবসা চালানোর কথা স্বীকার করেন। তিনি এটা নিয়ে বিব্রত বলে মন্তব্য করেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, মাড়িয়া ইউপির চেয়ারম্যান রেজাউল হক দীর্ঘদিন ধরে নিজ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে কার্যক্রম চালিয়ে আসছিলেন। নিজের বাড়িতে বাণিজ্যিকভাবে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দিতেন তিনি। বিষয়টি স্থানীয় বিদ্যুৎ অফিসের নজরে আসায় কৌশলে তাঁকে সতর্ক করা হয়। কিন্তু তিনি কোনো কিছুর তোয়াক্কা করেননি। বিষয়টি জেলা প্রশাসকের দপ্তরের নজরে আসলে আজ বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইফাত পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালান। অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়িতে বিদ্যুতের অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ সংযোগের পাশাপাশি বিদ্যুৎ চুরি করে আসছিলেন। তিনি বাড়ির ভেতরে গোপনে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ার ব্যবসা করে আসছিলেন। এ ছাড়া প্রতিটি কক্ষে এয়ার কুলার ব্যবহার করতেন তিনি।