আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দলের মধ্যকার ফাইনাল খেলার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার রাতে রাবির জনসংযোগ দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলা ঘিরে আগে থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল। তবে খেলার চূড়ান্ত পর্যায়ে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত ও ঢাবির খেলোয়াড়দের অখেলোয়াড়সুলভ আচরণের পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামের দর্শক সারি থেকে বেশ কয়েকজন মাঠে প্রবেশ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এতে খেলাটি সাময়িক বন্ধ হয়ে যায়। পরে দুজন আম্পায়ার ও দুই দলের ম্যানেজারের সম্মিলিত সিদ্ধান্তে ম্যাচ রেফারি দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেন। রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার মাঠে থেকে অনাকাঙ্ক্ষিত সমস্যাটি নিরসনের চেষ্টাও চালান।
এ বিষয়ে ঢাবি কর্তৃপক্ষের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিকে প্রত্যাখ্যান করে রাবির বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যে ভাষায় ঢাবি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে, তা অপ্রত্যাশিত ও দুঃখজনক। এর আগেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় খেলাকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেসব স্থানে রাবির খেলোয়াড়দের ওপর নির্মম হামলা চালানো হয়েছে। ঢাবির সংবাদ বিজ্ঞপ্তিকে রাবি প্রত্যাখ্যান করছে এবং এমন বিজ্ঞপ্তি প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
ঢাবির চারজন খেলোয়াড় আহত হওয়ার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে দাবি করেছেন, ‘ঘটনায় চারজন আহত হয়নি। রাজশাহীর ল্যাবএইড হাসপাতালে মাত্র একজন খেলোয়াড় চিকিৎসা নিয়েছেন। সেটিও তাঁদের তত্ত্বাবধানে।’