রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরের মাহিগঞ্জ থানার নব্দীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিপাড়া মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের নাহিদ (২১), জুনু মিয়া (২২) ও অটোচালক রবিউল ইসলাম (৩০)।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির দুর্ঘটনায় হতাহতের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দুজন।
মাহিগঞ্জ থানার ওসি বলেন, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটিকে জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।