শরীয়তপুরের জাজিরায় নির্বাচনের প্রচারে জীবন্ত ঘোড়া ব্যবহার করা হয়েছে। উপজেলার কুন্ডেরচর এলাকায় শুক্রবার বিকেলে
শরীয়তপুরের জাজিরায় নির্বাচনের প্রচারে জীবন্ত ঘোড়া ব্যবহার করা হয়েছে। উপজেলার কুন্ডেরচর এলাকায় শুক্রবার বিকেলে

জাজিরায় জীবন্ত ঘোড়া নিয়ে মিছিলে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা

শরীয়তপুরের জাজিরায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কুণ্ডেরচর এলাকায় প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে মিছিলটি করেন তাঁর সমর্থকেরা।

জাজিরা উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ২১ মে উপজেলাটিতে নির্বাচন হবে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি (মোটরসাইকেল প্রতীক), জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক খান (দোয়াত-কলম) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম  (ঘোড়া), জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন (কাপ-পিরিচ) ও নান্নু মিয়া (আনারস)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে গতকাল একটি মিছিলের আয়োজন করেন কুণ্ডেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ড সদস্য শাহেদ আলী মল্লিক। ওই মিছিলে প্রদর্শনের জন্য একটি জীবন্ত ঘোড়া ভাড়ায় আনা হয়। পরে প্রায় ৫০০ সমর্থক নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলের সামনে রাখা হয় জীবন্ত ঘোড়াটি।

নির্বাচনী প্রচারণায় প্রাণীর ব্যবহারের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে কুণ্ডেরচর ইউপি সদস্য শাহেদ আলী প্রথম আলোকে বলেন, ‘মিছিল ও প্রচারণায় বৈচিত্র্য আনতে আমরা একটি জীবন্ত ঘোড়া সংগ্রহ করেছি। প্রচারণার সময় ঘোড়া সঙ্গে রাখার কারণে কৌতূহল সৃষ্টি হচ্ছে। মানুষের দৃষ্টি আমাদের ওপর পড়ছে। এটা যে, নির্বাচন আচরণবিধিতে বাধা-তা জানতাম না। এখন আর মিছিলে ঘোড়া রাখব না। ভাড়া করা ঘোড়াটি আজই ফেরত পাঠিয়ে দেব।’

অন্যদিকে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের কাছে বিষয়টি নিয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধিতে প্রতীক হিসেবে কোনো জীবন্ত প্রাণী রাখা যাবে না। কোনো প্রার্থী জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণা চালালে এতে আচরণবিধির লঙ্ঘন হবে। এমন অভিযোগ ও প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নেব।’