‘মেঘনায় অভয়াশ্রমে ইলিশ শিকার’ প্রতিবেদনের প্রতিবাদ বিএনপি নেতার

‘মেঘনায় অভয়াশ্রমে ইলিশ ধরা বন্ধ করা যাচ্ছে না, নেপথ্যে কারা’ শিরোনামে ২২ অক্টোবর প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বরিশালের হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদার। আজ বুধবার দলীয় প্যাডে তিনি ওই প্রতিবাদ পাঠান।

প্রতিবাদপত্রে বিএনপি নেতা আবদুল গাফফার তালুকদার বলেন, ‘হিজলার মেঘনায় আমার মাছঘাট আছে। কিন্তু মা ইলিশ অভিযান শুরু হওয়ার আগেই আমার সব মাছঘাট বন্ধ করে দিয়েছি এবং আমার ঘাটের জেলেদের ২২ দিন বাড়িতে অবস্থান করতে বলেছি। এমনকি হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড, নৌ পুলিশ ২২ দিনের নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধে অভিযান সফল করতে আমার সাহায্য চাইলে আমি ও আমার দল বিএনপির নেতা-কর্মীরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা অভিযান সফল করতে আমাদের কোনো সহযোগিতা চাননি।’

প্রতিবাদপত্রে আরও বলা হয়, ‘প্রকাশিত সংবাদে বলা হয়েছে, জানপুর মাছঘাটে আমার নেতৃত্বে মাছ কেনাবেচা হয়, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে আমি শুনেছি, নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু জেলে মাছ ধরেন। এঁরা আমাদের হিজলার লোক নন। আমার বা আমার দলের কোনো লোক নন। কিছুদিন আগে আমার মাছঘাটে হামলাকারী আওয়ামী লীগ নেতা ও ১৫ বছর ধরে মাছঘাট দখলকারী নজরুল ইসলাম ও তাঁর দোসররা আমাকে এবং আমার দল বিএনপির সুনাম নষ্ট করার জন্য আমার নামে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন। আমরা এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।’

প্রতিবেদকের বক্তব্য:

প্রতিবেদনটি সরেজমিনে জেলেদের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনটি বিএনপি নেতা আবদুল গাফফারের বক্তব্যও সন্নিবেশ করেই প্রকাশিত হয়েছে।