নওগাঁর মান্দা উপজেলায় ৩ হাজার ৬৫০ টাকা দামের চার্জার ফ্যান ৩ হাজার ৮০০ টাকায় বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া ভিন্ন ভিন্ন অভিযোগে আরও দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন এই অভিযান চালান।
শামীম হোসেন প্রথম আলোকে বলেন, জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।
জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা সদরের বাজারে বিভিন্ন ইলেকট্রনিকস, কসমেটিকস ও খাবারের হোটেলে স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চার্জার ফ্যানের সর্বোচ্চ খুচরা মূল্য ৩ হাজার ৬৫০ টাকার পরিবর্তে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রির অভিযোগে মা ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিদেশি প্রসাধনীতে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার না থাকায় অঞ্জলী কসমেটিকসকে ৫ হাজার ও একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও পচা খাবার ফ্রিজে সংরক্ষণের অপরাধে সীমানা কফি হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় মান্দা থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোহাইমিনুল আবদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।