সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ পাথরবাহী ট্রলি জব্দের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ধলাই নদ থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে তিনটি ট্রলি জব্দ করে পুলিশ। ঘটনার পর পুলিশের ওপর হামলা করে জব্দ করা ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর থেকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখ সাদাপাথর থেকে বিভিন্ন সময় অবৈধভাবে পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছিল কিছু দুষ্কৃতকারী। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জের দয়ারবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পাথরবাহী ১০টি ট্রলি জব্দ করেছিল পুলিশ। এরপর আজ সকাল আটটার দিকে উপজেলার কলাবাড়ি এলাকায় আবার অভিযান চালায় পুলিশ। এ সময় পাথরবাহী তিনটি ট্রলি জব্দ করা হয়। পরে দুষ্কৃতকারীরা স্থানীয় এলাকাবাসীকে নিয়ে পুলিশের ওপর হামলা করে ট্রলিগুলো ছিনিয়ে নিয়ে যায়। এতে অভিযানে নেতৃত্ব দেওয়া কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম আহত হন। তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ধলাই নদের উৎসমুখ সাদাপাথর থেকে অবৈধভাবে পাথর তুলে নিয়ে যাওয়ার খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। মূলত ১৫ জনের মতো হামলায় জড়িত ছিলেন। ঘটনাস্থলে আরও ৭০ থেকে ৮০ জন ছিলেন বলে জানা গেছে।
ওসি উজায়ের আল মাহমুদ আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক ও পাথরবাহী ট্রলি উদ্ধারে অভিযান চলছে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।