আকুয়া খাল পরিষ্কার করা নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রস্তুতিসভা। গতকাল দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে
আকুয়া খাল পরিষ্কার করা নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রস্তুতিসভা। গতকাল দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে

ময়মনসিংহ নগরের আকুয়া খাল পরিষ্কার করবে ৬০০ জনের একটি দল

ময়মনসিংহ নগরে জলাবদ্ধতা নিরসনে আকুয়া খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে খালটিতে পরিষ্কার কার্যক্রম চালাবে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত ৬০০ জনের একটি দল। গতকাল সোমবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘আকুয়া খাল ক্লিন-আপ কার্যক্রম’ শুরুর বিষয়ে প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

সালমা তানজিয়া জানান, ৮ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ময়মনসিংহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বয়ে গেছে; যা বর্তমানে মৃতপ্রায়। তবে এর যথাযথ পরিচর্যা ও সম্মিলিত চেষ্টার মাধ্যমে খালটি পুনরুজ্জীবিত করা যাবে। এটি এমন একটি কাজ, যার মাধ্যমে ময়মনসিংহের বাসিন্দা ও অঞ্চলটির পরিবেশের জন্য সুফল বয়ে আনবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকুয়া খাল ময়মনসিংহ নগরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাইপাস এলাকায় সুতিয়া নদীতে গিয়ে মিশেছে। খালটির বিভিন্ন পয়েন্টে দখল-দূষণে সরু হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটিতে পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে।

প্রস্তুতি সভায় জানানো হয়, আকুয়া খাল ক্লিন-আপ কার্যক্রমটির জন্য খালটিকে মোট ১২টি পয়েন্টে ভাগ করা হয়েছে। প্রায় ৩০০ জন শ্রমিক এটির পরিষ্কারের কাজে সম্পৃক্ত থাকবেন। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা এতে অংশ নেবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী প্রমুখ।