বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

খুঁটিতে উঠে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে খুঁটির ওপর উঠে লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পৌর শহরের নিউ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম শাহিনুর মিয়া (৪০)। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোরের কেশবপুর মন্ডারখোলার টিটা বাজিতপুর এলাকার হযরত আলীর ছেলে। এ ঘটনায় আরেক লাইনম্যান মো. শহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। শহিদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে। শহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকর্মীদের অভিযোগ, মেরামতের আগে আবাসিক সরবরাহ কেন্দ্র থেকে সংযোগ বন্ধ রাখা হয়েছিল। সরবরাহ বন্ধ রেখেই মেরামত শুরু করা হলে আকস্মিক বিদ্যুৎ চলে আসে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

সহকর্মীরা জানান, ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের অধীন ৩ নম্বর ফিডারের অবস্থান নিউ টাউন এলাকায়। কয়েক দিন ধরে বিভিন্ন ফিডারের মেরামত ও সংস্কারকাজ চলছে। আজ সকাল আটটা থেকে ৩ নম্বর ফিডারের মেরামত শুরু হয়। মেরামত সময় ৩ নম্বর ফিডারেও সরবরাহ বন্ধ রাখা হয়। সকাল ৯টার দিকে শাহিনুর ও শহিদ খুঁটির ওপর ওঠেন। আকস্মিকভাবে বিদ্যুৎ চলে আসে। তখন দুজন নিচে পড়ে যান। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজিনা পারভিন বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণ পর শাহিনুর মারা যান।

এ বিষয়ে ভৈরব আবাসিক বিদ্যুৎ কেন্দ্রের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, কয়েক দিন ধরে মেরামত কাজ চলছে। মূলত কাজ করার সময় দুই কর্মীর হাত থেকে তার ছিটকে পাশের লাইনে পড়ে। তখনই বিদ্যুৎ স্পৃষ্ট হন। সংশ্লিষ্ট কর্মীদের খামখেয়ালিপনার অভিযোগ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, নিহত শাহিনুরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।