মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা

মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন মনোরোগবিশেষজ্ঞ এম এ মোহিত কামাল
ছবি: প্রথম আলো

স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক উভয় ধরনের স্বাস্থ্যকে বোঝায়। শরীরের ব্যাপারে মানুষ যতটা গুরুত্ব দেয়, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ঠিক ততটাই গুরুত্ব দিতে হবে। নানা কারণে মানুষ হতাশা ও বিষণ্নতায় ভোগেন। আশপাশে এমন কেউ থাকলে তাঁদের সহায়তা করতে হবে। মাদক বিষণ্নতা বাড়ায়, স্বাভাবিক ও সুস্থ জীবন কেড়ে নেয়। শিশু-কিশোরসহ প্রাপ্তবয়স্ক অনেকেই মাদকে আসক্ত হয়ে পড়ছেন। তাঁদের মাদক থেকে দূরে রাখতে হবে। সর্বোপরি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিতে হবে।

শুক্রবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ইউনিমেইড ইউনিহেলথ ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা কর্মশালা পরিচালনায় সহযোগিতা করে।

বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধনী পর্বে মনোরোগ বিশেষজ্ঞ এম এ মোহিত কামাল বলেন, মানসিক রোগ শারীরিক রোগের মতোই। পাগল বলে কোনো শব্দ চিকিৎসাবিজ্ঞানে নেই। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের মধ্যে আত্মবিশ্বাস দৃঢ় হোক। তোমরা যে যেখানেই যাবে সেরা হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে।’ পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের একযোগে মাদককে ‘না’ বলান তিনি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ইকবাল মাহমুদ বলেন, মন দেহকে শাসন করে। তরুণ প্রজন্মের মধ্যে হতাশা দেখা যায়, যা অনেকের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। আজকের তরুণ প্রজন্ম আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাই তরুণদের হতাশ হলে চলবে না।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, ‘সফলতা কারও জীবনে দ্রুত আসে, কারও জীবনে দেরিতে আসে। সফলতা জীবনে আসবেই। কোনো অবস্থায় আমাদের হতাশ হওয়া যাবে না।’

উদ্বোধনী পর্বে ঢাকা সিটি হাসপাতালের সাইকোলজিস্ট মাহমুদা মোহসিনা, প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মো. আবু হানিফ বক্তব্য দেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উম্মেহানি শিফা। কর্মশালায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা।