রংপুরের বদরগঞ্জে গ্রামীণ নারীদের নিয়ে গ্রামীণফোনের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়। রংপুর, ২৯ অক্টোবর
রংপুরের বদরগঞ্জে গ্রামীণ নারীদের নিয়ে গ্রামীণফোনের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়। রংপুর, ২৯ অক্টোবর

বদরগঞ্জে গ্রামীণফোনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

‘ইন্টারনেটের দুনিয়া সবার’ স্লোগানে গ্রামীণ নারীদের নিয়ে রংপুরের বদরগঞ্জে গ্রামীণফোনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার দুটি ইউনিয়নে পৃথক ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠিত হয় আরও ছয়টি ইউনিয়নে।

প্রথম আলো বন্ধুসভা ওই উঠান বৈঠকে সহযোগিতা করেছে। আজ বৈঠক চলাকালীন শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ী নারীদের স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের বসন্তপুর ও বেলা তিনটায় কামারপাড়া গ্রামে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক দুটিতে গ্রামের পাঁচ শতাধিক নারী উপস্থিত ছিলেন। বৈঠকে স্বাস্থ্যসচেতনতা–বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।

বৈঠকে উপস্থিত নারীদের জানানো হয়, স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক তথ্য সহজে পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে তথ্যগুলো যাচাই করে নিতে হয়। এ সময় উপস্থিত নারীদের মুঠোফোনের বিকাশ নম্বর ও ইন্টারনেট সতর্কতার সঙ্গে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

মধুপুর বসন্তপুর গ্রামের বৈঠকে উপস্থিত নারী নাজমা বেগম (৪৫) প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘সকালে বাচ্চাকে স্কুলে পৌঁছানো থেকে শুরু করে রান্নাবান্নার কাজ শেষে এখানে এসেছি। সবার সঙ্গে এভাবে কখনো বসে কাটানোর সময় হয়নি। গ্রামীণফোনের সুবাদে আজ একসঙ্গে বসে কিছুটা সময় আনন্দে কাটালাম। ইন্টারনেট ব্যবহার সম্পর্কে অনেক কিছু জানলাম। খুব ভালো লাগছে।’

কামারপাড়ার উঠান বৈঠকে ইন্টারনেট–সম্পর্কিত কুইজের সঠিক জবাব দিয়ে মুঠোফোন জিতে নেন এসমোতারা বেগম (২২)। তিনি বলেন, ‘আমি ভাবতে পারিনি মোবাইল ফোন পাব। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। মোবাইল পুরস্কার পেয়ে খুব খুশি লাগছে।’

কামারপাড়ার উঠান বৈঠকে গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।