পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রেপ্তার এড়াতে তিনতলা ভবনের ছাদ থেকে সুপারিগাছ বেয়ে নামার সময় পড়ে গিয়ে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর মহল্লায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ঠিকাদারের নাম আবদুল হালিম মৃধা (৪৫)। তিনি পৌরসভার সবুজনগর মহল্লায় আবদুল মান্নান মৃধার ছেলে।
আবদুল হালিমের এক স্বজন বলেন, ‘শুনেছি, ঠিকাদারি কাজ করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে মামলা হয় তাঁর বিরুদ্ধে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয়ে তিনি ভবনের পাশের একটি সুপারিগাছ বেয়ে নামার সময় পড়ে গিয়ে মারা যান।’
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুল হালিম ঋণগ্রস্ত ছিলেন। পাওনা টাকা নিয়ে করা দুই ব্যক্তির মামলায় তাঁর নামে দুটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে মঠবাড়িয়া থানার পুলিশের একটি দল আবদুল হালিমকে গ্রেপ্তার করার জন্য তাঁর বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি তিনতলা ভবনের ছাদ থেকে পাশের একটি সুপারিগাছ বেয়ে নিচে নামার সময় পড়ে যান। এরপর পুলিশ ভবনের পাশের একটি ডোবা থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল রাত আড়াইটার দিকে আবদুল হালিমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস ইসলাম।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবদুল হালিমের নামে দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ারা ছিল।