সিলেটবাসীর ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন সিলেট নগরের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, সবার স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি জীবন দিয়ে হলেও চেষ্টা করে যাবেন। নির্বাচনী ইশতেহারের শতভাগ না পারলেও অন্তত ৯০ শতাংশ পূরণের বিষয়ে আশাবাদী তিনি।
নির্বাচনের ফলাফল পাওয়ার পর গতকাল বুধবার রাত ৯টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী নিজের বিজয় ‘ঐক্যবদ্ধ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগকে’ উৎসর্গ করেছেন। তিনি সংবাদ সম্মেলনের শুরুতেই তাঁর ওপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া নগরের ভোটার ও প্রচার-প্রচারণায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করায় স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে জয়ী আনোয়ারুজ্জামান চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আমার ইশতেহার শতভাগ না পারলেও অবশ্যই অন্তত ৯০ শতাংশ বাস্তবায়ন করতে পারব। তবে সে জন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের স্নেহ–ভালোবাসা চাই। আমাদের এই আধ্যাত্মিক পুণ্যভূমিকে একটি স্মার্ট, ক্লিন ও তিলোত্তমা নগর হিসেবে গড়ে তুলতে চাই। এ কাজে আমি দলের নেতাদের আন্তরিক সহযোগিতা চাই।’
আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম (বাবুল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। ভোট প্রদানের শতকরা হার ৪৬ দশমিক ৭১ শতাংশ।