
নরসিংদীতে দৌড়ে সড়কে ওঠার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম তাফসির হোসেন। সে পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাফসির হোসেন বাড়ির উঠানে আরও কয়েক শিশুর সঙ্গে খেলছিল। খেলার ফাঁকে হঠাৎ উঠান থেকে দৌড়ে বাড়ির পাশে সড়কে ওঠার সময় চলন্ত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে তার রক্তক্ষরণ হতে শুরু করে। দ্রুত তাফসিরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুক বলেন, শিশুটিকে মৃত অবস্থায় তাঁদের হাসপাতালে আনা হয়েছিল।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া বলেন, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।