নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিয়া মো. শাহজাহানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আজ সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) মো. ইব্রাহিম এই তথ্য জানান।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা এবং হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হওয়া মামলার আসামি মিয়া মো. শাজাহানকে (৭০) গতকাল সকালে প্রথম গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনে হওয়া একটি মামলাসহ দুটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ ছাড়া গতকাল দিনভর অভিযানে নিঝুম দ্বীপ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মেরাজ উদ্দিন ওরফে মেহরাজ পার্টি (৫৫), জেলা শহর মাইজদীর হাউজিং থেকে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল আলম (৩২), বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর থেকে ছাত্রলীগ কর্মী মোজাহিদ হোসেন (২২), সাইফুল ইসলাম (২২), যুবলীগ কর্মী মোশারফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীদের ওপর হামলা এবং হামলার পরিকল্পনা সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার করতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। ওই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।