নোয়াখালীতে সালিস থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তদের গুলি

গুলি
প্রতীকী ছবি: রয়টার্স

নোয়াখালীতে সালিস থেকে ফেরার পথে মো. দুলাল (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন দুলালের অপর দুই সহযোগী। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মো. দুলাল আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কমিটির সদস্য। তিনি আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।

পুলিশ জানায়, গুরুতর আহত মো. দুলালকে রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া আহত দুজন হাসান ও শহীদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সালিস বৈঠক শেষ করে গতকাল রাত সাড়ে ৯টার দিকে সাবেক ইউপি সদস্য মো. দুলাল তাঁর দুই সহযোগীসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি বাংলাবাজার–সংলগ্ন জাকেরের বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। দুলালের বুকে ও ডান হাত গুলিবিদ্ধ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে দুলালের দুই সহযোগী হাসান ও শহীদ গুরুতর আহত হয়েছেন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের দুটি দল ঘটনাস্থলে যায়। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তবে ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় লিখিত কোনো অভিযোগ করেননি।