গলা কেটে হত্যা
গলা কেটে হত্যা

জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জয়পুরহাট সদর উপজেলায় দিলীপ চন্দ্র (৫৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চকশ্যাম সেতুর পাশ থেকে তাঁর লাশ উদ্ধার জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। অটোরিকশা ছিনতাই করতেই তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

দিলীপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলা দোগাছি গুচ্ছগ্রামের বাসিন্দা। জেলা শহর ও আশপাশের এলাকায় রাতের বেলা অটোরিকশা চালাতেন তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে গেছে, গতকাল বুধবার রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন দিলীপ। পরে আজ সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার চকশ্যাম সেতুর পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। তাঁরা থানা-পুলিশকে খবর পাঠান। পরে পরিবারের সদস্যেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি দিলীপের বলে শনাক্ত করেন।

জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ওই ব্যক্তির অটোরিকশাটি পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।