মুন্সিগঞ্জ জেলার মানচিত্র
মুন্সিগঞ্জ জেলার মানচিত্র

মুন্সিগঞ্জে বিস্ফোরণে পাঁচ আঙুল উড়ে গেল কিশোরের

মুন্সিগঞ্জ শহরের পৌর এলাকার দক্ষিণ ইসলামপুরে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে মো. সজীব (১৩) নামের এক কিশোরের ডান হাতের সব আঙুল উড়ে গেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সজীব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার রাজু শেখের ছেলে। সে একজন টোকাই। বিস্ফোরণে সজীবের ডান হাত ছাড়াও শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার দুপুর ১২টার দিকে সজীব দক্ষিণ ইসলামপুর এলাকার মিতু বেকারির সামনে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া পানির বোতল কুড়াচ্ছিল। সে সময় হঠাৎ একটি  বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে ওই কিশোরের ডান হাত থেকে রক্ত ঝরতে দেখে। পরে তারা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, বোমাজাতীয় বস্তুর বিস্ফোরণে সজীবের ডান হাতের সব আঙুল উড়ে গেছে। তার গোপনাঙ্গে আঘাত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে দেখতে গেলে সজীব জানায়, ‘ময়লার ভাগাড়ের সাদা বলের মতো একটা বস্তু পাই। পরে টান দিলেই ফুটে যায়। হাতে অনেক ব্যথা, আমাকে বাঁচান।’

সজীবের বাবা রাজু শেখ বলেন,‘ নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আমরা ভ্যানগাড়ি নিয়ে বোতল কুড়াতে আসি। আমার সঙ্গে সজীবসহ দুই ছেলেও আসে। তবে আমি জায়গাটি চিনি না। কী বিস্ফোরণ হয়েছে বলতে পারছি না।’

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে কিসের বিস্ফোরণ হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।