মির্জাপুরে একটি জুয়েলারি দোকানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৮ লাখ টাকা জব্দ করেছে।
মির্জাপুরে একটি জুয়েলারি দোকানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৮ লাখ টাকা জব্দ করেছে।

মির্জাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১০৪ ভরি স্বর্ণ ও ৬৮ লাখ টাকা জব্দ

টাঙ্গাইলের মির্জাপুরে একটি জুয়েলারি দোকানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৮ লাখ টাকা জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। মির্জাপুর বাজারের ইতালি প্লাজা মার্কেটের এম আর জুয়েলারি স্টোর নামের দোকানটিতে অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান নেতৃত্ব দেন।

সহকারী কমিশনারের কার্যালয়ের সূত্রমতে, ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক মজিবর রহমান দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় দোকানটি থেকে স্বর্ণের ৪টি বার, ১৭২টি চেইন, ২৯টি আংটি, ৮টি বালা, ১০ জোড়া কানের দুলসহ ১০৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানটি থেকে ৬৮ লাখ ১৬ হাজার টাকাও উদ্ধার করা হয়।

এ সময় মির্জাপুর সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদীকুর রহমান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, টাঙ্গাইলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজাসহ সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দোকানমালিক মজিবর রহমান চোরাচালানের মাধ্যমে অবৈধ স্বর্ণের ব্যবসার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বৈধ ব্যবসায়ী।’

ওসি মো. মোশারফ হোসেন বলেন, উদ্ধার করা মালামাল ও টাকা মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকীর হেফাজতে দেওয়া হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ২০ নভেম্বর কাস্টমস বিভাগের কাছে মালামাল রাখার সপক্ষে কাগজ দাখিল করবেন। অন্যথায় আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।