সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

উল্টো পথের বাসের ধাক্কায় প্রবাসীসহ অটোরিকশার দুই যাত্রী নিহত

চট্টগ্রামের হাটহাজারিতে উল্টো পথে আসা বাসের ধাক্কায় এক কাতারপ্রবাসীসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মইগ্যারহাট এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের আবদুল মোতালেব (৬৮) ও একই উপজেলার মুনিয়া পুকুরপাড় এলাকার কাতারপ্রবাসী নুরুল আবছার (৫৫)।

এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেছে।

স্থানীয় বাসিন্দা ও নাজিরহাট হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে ফটিকছড়ি থেকে ছেড়ে আসা একটি বাস উল্টো পথে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। আর ফটিকছড়ি অভিমুখী অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। পরে ঘটনাস্থলেই অটোরিকশার ওই দুই যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করে চালককেও গ্রেপ্তার করেছে নাজিরহাট হাইওয়ে থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান। তিনি বলেন, বাস জব্দ করে চালককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আর দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এই সড়কে গত এক বছরে শতাধিক দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সড়কটিতে গত ৭ নভেম্বর একই এলাকার কাছাকাছি স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন শিশুসহ একই পরিবারের সাত সদস্য নিহত হন। নিহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছিল।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এই সড়কে গত এক বছরে শতাধিক দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে।