খুলনায় ট্রাকের ধাক্কায় মুসাব্বির হোসেন (২৪) নামের পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে নগরের খুলনা-যশোর সড়কের দৌলতপুর মিনাক্ষী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসাব্বির হোসেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর জোনের সহকারী কমিশনারের দেহরক্ষী ছিলেন।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান প্রথম আলোকে বলেন, আজ সকালে ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ার পথে দৌলতপুর মিনাক্ষী হল এলাকায় একটি ট্রাক মুসাব্বির হোসেনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে।