বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের অপসারণের দাবিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের অপসারণের দাবিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ

ফকিরহাটে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। ইউএনও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে আজ বুধবার সকাল ও দুপুরে ওই দুই দল পৃথকভাবে কর্মসূচি পালন করে।

উপজেলার ডাকবাংলো মোড়ে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে জামায়াত। এতে উপজেলা জামায়াতের আমির মাওলানা তৈয়বুর রহমান, রাজনৈতিক সচিব মাওলানা মোফাজ্জল হায়দারসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অংশ নেন। একই দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

বক্তারা বলেন, ইউএনও কামাল হোসেন গত সোমবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার বিভিন্ন ইউপিতে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানদের ডাকেন। বিভিন্নভাবে এই ইউএনও আওয়ামী লীগের লোকদের সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন।

তবে ইউএনও মো. কামাল হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই সভায় সব ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে কাউকে দলীয় পদ-পদবি বিবেচনায় আমন্ত্রণ করা হয়নি। এটি নিয়ে কেউ কেউ হয়তো ভুল বুঝেছেন।