দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর চেকপোস্ট এলাকায় সংবাদ সংগ্রহকালে স্থানীয় ‘লাগেজ পার্টি’র (অবৈধ মালামাল পাচারকারী) মারধরের শিকার হয়েছেন প্রথম আলো বিরামপুর প্রতিনিধি নুরে আলম সিদ্দিকী। আজ বুধবার দুপরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ইমিগ্রেশন পুলিশ ও হাকিমপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। সন্ধ্যায় নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে হাকিমপুর থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) গ্রামের বাবুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম ওরফে পিন্টু (৪১) এবং একই উপজেলার বৈগ্রাম (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মাসুদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪৪)। পলাতক রয়েছেন মো. আশিক (৩৫), মো. জুয়েলসহ (২৮) অজ্ঞাত ৭-৮ জন পাচারকারী চক্রের সদস্য।
মারধরের শিকার নুরে আলম সিদ্দিকী বলেন, আজ আনুমানিক বেলা ২টায় হিলি স্থলবন্দর হয়ে ভারত থেকে আসা ও বাংলাদেশ থেকে গমনরত যাত্রীদের সুবিধা-অসুবিধাসংক্রান্ত বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান। যাত্রীদের সঙ্গে কথোপকথনের ভিডিও মুঠোফোনে ধারণ করেন। যাত্রীরা স্থলবন্দর এলাকায় পাচারকারী সদস্যদের মাধ্যমে কীভাবে হয়রানির শিকার হন, সে বিষয়ে জানাচ্ছিলেন। এ সময় শুল্ক স্টেশনের মসজিদের সামনের সড়কে ‘লাগেজ পার্টি’র সদস্যরা তাঁর ওপর অতর্কিত হামলা করেন। পিঠে ও ঘাড়ে কিলঘুষি মারতে থাকেন। পলাতক আসামি আশিক তাঁর (নুরে আলম সিদ্দিকী) প্যান্টের পকেট থেকে ১২ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেন। এ সময় তাঁর চিৎকারে পুলিশ সদস্য শামীম মিয়াসহ আরও কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, পাচারকারী সদস্যরা স্থানীয়ভাবে ‘লাগেজ পার্টি’ হিসেবে পরিচিত। নিজেরা স্থলবন্দরে যাত্রী সেজে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বড় ব্যাগে ও লাগেজে মালামাল আনার কাজ করেন। যাত্রীদের মধ্যে যাঁরা শুল্ক ফাঁকি দিয়ে বেশি মালামাল আনেন, তাঁদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে লাগেজ পার্টির সদস্যরা মালামাল পার করে দেন। তবে সাধারণ যাত্রীদের মধ্যে যাঁরা নিয়ম মেনে চলাচল করেন, তাঁদের ব্যাগপত্র জোর করে পার করে দেওয়ার কথা বলে লাগেজ পার্টি টাকা আদায় করেন বা নানাভাবে হয়রানি করেন।
চেকপোস্ট এলাকায় এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বায়োজিদ হোসেন, উপকমিশনার, হিলি স্থলবন্দর
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। সংবাদকর্মীকে হেনস্তা করার ঘটনায় দুজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজন পলাতক আছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হিলি স্থলবন্দরের উপকমিশনার বায়োজিদ হোসেন বলেন, চেকপোস্ট এলাকায় এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, হিলি স্থলবন্দরে প্রতি মাসে শুল্ক আদায় হয় ৭-৮ লাখ টাকা। যাঁরা শুল্ক ফাঁকি দিয়ে মালামাল আনেন, চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা সেসব জব্দ করেন। মাসে অন্তত দুবার জব্দ করা মালামাল নিলাম হয়। গত ছয় মাসে অন্তত ১ কোটি টাকার মালামাল জব্দ করার কথাও জানান তিনি।
এর আগে গত বছরের ১ অক্টোবর বেলা ১১টার দিকে লাগেজ পার্টি সদস্যদের হেনস্তার শিকার হয়েছিলেন কয়েকজন গণমাধ্যমকর্মী। তাঁদের মধ্যে এনটিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম, এখন টিভির প্রতিনিধি সোহেল রানা, এশিয়ান টিভির প্রতিনিধি শাহিন, চ্যানেল এস-এর প্রতিনিধি লুৎফর রহমান, রাইজিং বিডির প্রতিনিধি মোসলেমউদ্দিন রয়েছেন। সে সময় হাকিমপুর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তাঁরা। এ ছাড়া ২৬ মার্চ হিলি শুল্ক স্টেশনে কর্মরত আনসার সদস্য মাসুদ রানা লাগেজ পার্টির সদস্যদের হেনস্তার শিকার হয়ে হাকিমপুর থানায় জিডি করেন।