উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হলেন স্থানীয় সরকারমন্ত্রীর শ্যালক

কুমিল্লা জেলার মানচিত্র
কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনূছ ভূঁঞা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহব্বত আলী। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলামের শ্যালক মহব্বত এর আগে লাকসাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আজ সোমবার সকাল ১০টায় লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। সম্মেলনে পৌরসভা কমিটিতে সভাপতি পদে মো. তাবারক উল্লাহ কায়েস এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। তাবারক উল্লাহ লাকসাম প্রেসক্লাবের সভাপতি ও রফিকুল ইসলাম লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনূছ ভূঁঞা, পৌর  আওয়ামী লীগের সভাপতি মো. তাবারক উল্লাহ কায়েস প্রমুখ।

এদিকে বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ আল মাহমুদ ও আবদুস সবুর, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আন্দোলনের নামে দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। অর্থাৎ বিএনপি ছিনতাইকারীর দল। দলটি এখন ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।
তাজুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে কোনো খাদ্যঘাটতি নেই। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার; যা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের চেয়ে অনেক অনেক গুণ বেশি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়।