বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত হওয়া দুই নেতার শূন্য পদে নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে মৃত্যু, বিদেশে স্থায়ীভাবে চলে যাওয়া এবং দলের কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকায় বাদ পড়া আরও চার নেতার শূন্য পদে অন্যদের অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি।
সোমবার রাত আটটার দিকে জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এ অনুমোদন দেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কমিটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত নেতারা হলেন সহসভাপতি পদে মো. মোক্তার আহমদ, যুগ্ম সম্পাদক পদে এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোবারক হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মো. আলাউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক পদে মো. রিফল আহমদ এবং সহতথ্য ও গবেষণা সম্পাদক পদে আবদুল মুহিম।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার মতো অন্য উপজেলা কমিটির নিষ্ক্রিয় থাকা কিংবা প্রবাসে চলে যাওয়া নেতাদের বাদ দিয়ে পর্যায়ক্রমে নতুনদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।