আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি দেশে জাল-জালিয়াতির নির্বাচন করেছে। এই দেশে আওয়ামী লীগই একেবারে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসেছে। বিএনপি বা অন্য কোনো দলের সেই ইতিহাস নেই। নির্বাচনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবার রাষ্ট্রক্ষমতায় আসবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল নয়টায় কুষ্টিয়া সরকারি কলেজে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাহবুব উল আলম হানিফ। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, সে ক্ষেত্রে শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত। ওনার (শেখ হাসিনা) তত দিন শারীরিক সক্ষমতা হবে কি না, সেটা জানি না। তবে দেশের জনগণ যত দিন চাইবে, তত দিন আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকবে। এতে অন্যের মাথাব্যথা হওয়া বা মনের জ্বালা হওয়া বা কষ্ট হওয়ার কোনো কারণ নেই। কষ্ট হলেও কোনো লাভ নেই।’
‘বিএনপির জনস্রোত দেখে আওয়ামী লীগ ভয়ে কাঁপছে’—বিএনপি নেতাদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, আওয়ামী লীগ ১৯৪৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশের মানুষের স্বাধিকার, মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলনের জন্য। তখন থেকেই আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করে, সভা-সমাবেশ করে এ পর্যায়ে এসেছে। আওয়ামী লীগ সভা-সমাবেশ দেখে বিচলিত হবে, এ কথা যাঁরা বলেন, তাঁদের চিন্তাচেতনা হাস্যকর। আওয়ামী লীগ নিজেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে অনেক শক্তিশালী দল। ৭১ বছরের আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির অনেক গভীরে। আওয়ামী লীগের মতো একটা বটগাছকে ছোটখাটো দু-একটা ধাক্কা দিয়ে কিছু করা যায় না।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।