ভোলায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ২০

হামলায় ঘর ভাঙচুরের চিত্র।সোমবার সকালে তজুমদ্দিন উপজেলার চাচড়া হাজিরহাট বাজার এলাকায়
ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের কর্মী–সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে থেকে বিকেল পর্যন্ত দাফায় দাফায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় করা করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন। আর গুলিবিদ্ধ নাজিম উদ্দিনকে বরিশাল শেরে–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা বর্তমান চেয়ারম্যানের সমর্থক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে চাচড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. রিয়াদ হোসেন আবদুল হান্নানের বাড়িতে একটি মামলার বিষয়ে খোঁজ নিতে যায় পুলিশ। পুলিশের সঙ্গে বর্তমান চেয়ারম্যান আবু তাহের মিয়ার সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় আবদুল হান্নানের সমর্থকেরা পুলিশ ও বর্তমান চেয়ারম্যানদের সমর্থকদের বাড়িতে ঢুকতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে জড়ান। এতে বর্তমান চেয়ারম্যানের কয়েকজন সমর্থক আহত হন।

এ ঘটনার জেরে রিকশায় যাওয়ার পথে গতকাল বেলা ৩টার দিকে সাবেক চেয়ারম্যানের সমর্থকেরা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়ার মেয়ে স্কুলশিক্ষিকা মোহনা আক্তারের পথ আটকে লাঞ্ছিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে বর্তমান চেয়ারম্যানের শতাধিক কর্মী–সমর্থক আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সাবেক চেয়ারম্যানের বাড়ির এলাকায় হামলা চালান। এ সময় হাজিরহাট বাজারের ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া কয়েকজনের বসতঘর ভেঙে দেওয়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

ভাঙচুর করা হয়েছে দোকান। সোমবার সকালে তজুমদ্দিন উপজেলার চাচড়া হাজিরহাট বাজার এলাকায়

চাচড়া ইউপির বর্তমান চেয়ারম্যান আবু তাহের মিয়া বলেন, গত শনিবার রাতে ভোলার লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নানের বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনার জেরে সাবেক চেয়ারম্যান ও তাঁর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সাবেক চেয়ারম্যান মো. রিয়াদ হোসেন আবদুল হান্নান বলেন, তিনি ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থক। এ জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাঁকে ও তাঁর লোকজনকে হয়রানি করা হচ্ছে। তাঁর ছয় সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে বর্তমান চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের সমর্থকেরা তাঁর বাড়িতে দুইবার হামলা করেছে।

আজ সোমবার সকালে মুঠোফোনে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, পাল্টাপাল্টি হামলার ঘটনায় বর্তমান চেয়ারম্যানের লোকজন একটি মামলা দিয়েছেন। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক চেয়ারম্যানের লোকজন কোনো অভিযোগ করেননি।