নড়াইলের সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশ থেকে আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। দুপুর ১২টার দিকে তাঁর পরিচয় শনাক্ত করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।
পিবিআই সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী নিহত ওই বৃদ্ধের নাম রেজানুর রহমান জালাল (৭৩)। তাঁর বাবার নাম হারুন অর রশিদ। বর্তমান ঠিকানা যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী এবং স্থায়ী ঠিকানা নরসিংদীর বেলাব উপজেলার বেলাবগাংকূলপাড়া।
থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে দূর্বাজুড়ি এলাকায় মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলের একটু পাশেই মারুফা বেগম নামের এক নারীর বাড়ি। তিনি বলেন, রাস্তা দিয়ে যাওয়া দুজন ব্যক্তি তাঁদের ডেকে লাশ দেখান। লাশের মুখ থেঁতলে গেছে। শরীরে আঘাতেরও চিহ্ন ছিল।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে যশোর থেকে পিবিআই এসে লাশের পরিচয় শনাক্ত করে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি সড়ক দুর্ঘটনা। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।