সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে কঠোর নিরাপত্তায় সিরাজগঞ্জ আমলি আদালতে আনা হচ্ছে। আজ বুধবার বিকেলে আদালতে প্রাঙনে
সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে কঠোর নিরাপত্তায় সিরাজগঞ্জ আমলি আদালতে আনা হচ্ছে। আজ বুধবার বিকেলে আদালতে 
প্রাঙনে

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হেনরী ও তাঁর স্বামীর সাত দিনের রিমান্ড মঞ্জুর

হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে তাঁদের হাজির করা হলে বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁদের বিশেষ নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে আদালতে বাদীপক্ষের আইনজীবী রফিক সরকার প্রথম আলোকে বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমানসহ তিনটি হত্যা মামলার ঘটনায় আসামি হেনরী দম্পতিকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার বিকেলে যৌথ অভিযানে মৌলভীবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব। পরে গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে তাঁদের আনা হয়। হেনরী দম্পতিকে আদালতে আনার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে বিপুলসংখ্যক সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। তাঁদের আদালতে আনা নেওয়ার সময় পথে হেনরী দম্পতির শাস্তি চেয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীরা।