ঢাকায় বিএনপির মহাসমাবেশের এক দিন আগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা-পুলিশ।
বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকায় সমাবেশে অংশগ্রহণে বাধা দিতে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাঁদের হয়রানি করতে তল্লাশিচৌকি বসানো হয়েছে। ওই দুই নেতা হলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. হাসান আলী ও তালেবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তারেক মাহমুদ।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র সরকার ওই নেতা-কর্মীদের বলেন, তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে তালেবপুর বাজারে ওষুধের দোকানে বসে ছিলেন যুবদল নেতা তারেক মাহমুদ। এ সময় পুলিশ দোকানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। প্রায় একই সময়ে উপজেলা বিএনপির নেতা হাসান আলী বাজারে গেলে তাঁকেও পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান বলেন, আগামীকাল সমাবেশ হলেও আজ দলীয় নেতা-কর্মীদের কেউ কেউ বিভিন্ন যানবাহনে ঢাকায় যাচ্ছেন।
জেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান বলেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা দিয়েছিল পুলিশ। এ মামলায় তাঁরা দুজন আদালত থেকে জামিনে রয়েছেন। আগামীকাল ঢাকায় দলের মহাসমাবেশে যেন তাঁরা অংশ না নিতে পারেন, সে জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ধল্লা এলাকায় তল্লাশিচৌকিতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মহাসমাবেশে যেতে নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। তবে কোনোভাবেই নেতা-কর্মীদের দমানো যাবে না।
তল্লাশিচৌকির বিষয়ে ধল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক তারিকুল ইসলাম বলেন, এখানে প্রতিনিয়তই যানবাহনে তল্লাশি চালানো হয়। সমাবেশ উপলক্ষে তল্লাশির বিষয়টি তাঁর জানা নেই।