নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের কাঁচিহাটা গ্রামে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় এক তরুণ ছররা গুলিতে আহত হয়েছেন। পায়ের রগ কেটে দেওয়া হয়েছে আরেক তরুণের। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার দুপুরে গ্রামের হাওলাদার বাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।
ছররা গুলিতে আহত তরুণের নাম শাহাদাত হোসেন (২০)। তাঁর বাম পায়ে ছররা গুলি লাগে। পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বেলাল হোসেনের (২২)। তাঁর ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ছররা গুলিতে আহত শাহাদাত ছাত্রলীগের কর্মী ও পায়ের রগ কাটায় আহত বেলাল ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। ঘটনার পর থেকে এলাকায় দুটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে গতকাল রাত ১০টার দিকে শাহাদাত হোসেনকে লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনার পর আজ দুপুরে বেলাল হোসেনের ঘরে গিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর ডান পায়ের রগ কেটে দেন। হামলার সময় তাঁর বসতঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে বেলাল হোসেনকে স্থানীয় দুটি হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে শাহাদাত হোসেন কোথায় চিকিৎসা নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
আমানউল্যাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বেলালের ঘরে হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এ সময় ১০-১২ জন তরুণকে আগ্নেয়াস্ত্র হাতে দেখে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তবে তাঁকে হামলাকারীরা ধাক্কা দিয়ে ফেলে দেন।
ইউপি চেয়ারম্যান বাহারুল আলম প্রথম আলোকে বলেন, শিবির ও ছাত্রলীগের পরিচয় দিলেও উভয় পক্ষের সবাই আসলে কিশোর গ্যাংয়ের সদস্য।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাল্টাপাল্টি হামলায় দুই তরুণ আহত হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।